নিজস্ব সংবাদদাতা:
পিএএনবি আর্থিক কেলেঙ্কারির জন্য কংগ্রেসকেই দায়ি করলেন রেলমন্ত্রী পিযুশ গোয়েল। সোমবার গোয়েল বলেন নীরব মোদি ও মেহুল চোকসির কেলেঙ্কারি কংগ্রেসের আমলেই শুরু হয়েছিল। এখন দায় এড়াতে বিজেপির ওপর অভিযোগ তুলে দেশকে বিভ্রান্ত করছে কংগ্রেস। এদিকে নীরব মোদি কান্ডে রবিবার আরও চারজনকে গ্রেফতার করেছে সিবিআই। এঁদের মধ্যে গীতাঞ্জলী গ্রুপের এক ডায়রেক্টরও রয়েছেন। প্রসঙ্গত, হিরে ব্যবসায়ী নীরব মোদির বিরুদ্ধে ১১৮০০কোটি টাকা তছরুপের অভিযোগ ওঠে। একই অভিযোগ ওঠে নীরবের মামা গীতাঞ্জলি জুয়েলার্সের কর্ণধার মেহুল চোকসির বিরুদ্ধে। বর্তমানে দেশের বাইরে রয়েছেন নীরব, মেহুল ও তাঁদের পরিবার। এই ঘটনায় যুক্ত পিএনবির ১১জনকে গ্রেফতার করেছে সিবিআই।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan