নিজস্ব সংবাদদাতা
আজ ভোর সোয়া চারটে নাগাদ নিউ টাউন থানা এলাকার গৌরাঙ্গনগর খালপাড়ের বাজারে আগুন লেগে পুড়ে যায় প্রায় কুড়িটির মত দোকান। দমকলকে খবর দিলে কিছুক্ষণের মধ্যেই চারটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং প্রায় ঘন্টা দুয়েকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের ফলেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার ফাটার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে নিউ টাউন থানার পুলিশ। উল্লেখ্য, গত কয়েক মাসে একের পর এক শহরের বহু বাজার ও কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কখনও সরু গলি, কখনও দমকলের আসতে দেরী হওয়ায় আগুন বিধ্বংসী আকার নিয়েছে।