ওয়েব ডেস্কঃ
ভোটের সময় রাজনীতির পারদ যখন ঊর্ধ্বমুখী, ঠিক তখনই নারদ কাণ্ড নিয়ে নড়েচড়ে বসল সিবিআই। নারদকাণ্ডে তৃণমূলের চার নেতার নামে চার্জশিট পেশ করার জন্য, সংসদের স্পিকার সুমিত্রা মহাজনের কাছে অনুমতি চাইল সিবিআই। ঘটনাক্রমে ওই চারজন নেতার মধ্যে তিনজন, এবারের লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন। এই চারজন হলেন বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার, হাওড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় এবং রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। জনপ্রতিনিধিদের বিরুদ্ধে বিচার পর্ব শুরু করার জন্য দুর্নীতি দমন আইনের ১৯ ধারা অনুযায়ী স্পিকারের কাছে অনুমতি চাইল সিবিআই।
এ প্রসঙ্গে সিবিআইয়ের এক অফিসার বলেন, “কলকাতা হাইকোর্ট বারবার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছে। দু’মাসের মধ্যে চার্জশিট জমা দেওয়া হবে বলে এ মাসেই আদালতে জানানো হয়েছে। সেই কারণেই স্পিকারের কাছে অনুমতি চাওয়া হয়েছে। আমরা সময়সীমার মধ্যে প্রথম দফার চার্জশিট পেশ করে দেব।” এই চার জন ছাড়া বাকি যেসব নেতা মন্ত্রীর নাম নারদকাণ্ডে রয়েছে, স্পিকার ও বিধানসভার অধ্যক্ষের কাছে অনুমতি নিয়ে তাঁদেরকেও ডাকা হবে বলে সিবিআই সূত্রে জানানো হয়েছে।