নিজস্ব সংবাদদাতা
মঙ্গলবার সকাল থেকেই নাগাল্যান্ড ও মেঘালয়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। দুই রাজ্যেই বিধানসভায় ৬০টি আসন থাকলেও ৫৯টি আসনের জন্যই ভোটগ্রহণ হচ্ছে। মেঘালয়ের উইলিয়ামনগরে বিস্ফোরনে এনসিপি প্রার্থীর মৃত্যু হওয়ায় মঙ্গলবার সেখানে ভোটগ্রহণ হচ্ছে না। এদিকে নাগাল্যান্ডের নর্দান আঙ্গামি-২ কেন্দ্রে এনডিপিপি প্রার্থী নেইফিউ রিও অপ্রতিদ্বন্দী থাকায় জয়ী ঘোষিত হন। ফলে সেখানেও মঙ্গলবার ভোট নেই। সকাল থেকেই বুথে বুথে লাইন। নাগাল্যান্ডের মন জেলায় বোমার আঘাতে এক যুবক আহত হন। এই দুই রাজ্যের ৩০০০ পোলিং বুথে ৩৬১ প্রার্থীর জন্য ভোটগ্রহণ হচ্ছে। এবারের নির্বাচনে নাগাল্যান্ড এবং মেঘালয় দুই রাজ্যেই প্রচারে এসেছিলেন নেরন্দ্র মোদি, রাহুল গান্ধীর মতো হেভিওয়েট নেতারা। অসম ও মণিপুরে জয়ের পর এই দুই রাজ্যেও জয়ের বিষয়ে আশাবাদী বিজেপি। শনিবার ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডের ভোটগনণা হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news