Home / TRENDING / নর্ডিকে ইস্টবেঙ্গলের ব্ল্যাংক চেক

নর্ডিকে ইস্টবেঙ্গলের ব্ল্যাংক চেক

নীল বণিক :

সোনিকে ব্ল্যাংক চেক দিল ইস্টবেঙ্গল। আসন্ন মরশুমে তাঁকে সই করাতে চান লালহলুদ কর্তারা। ফেড কাপের মধ্যেই লালহলুদ কর্তারা সোনিকে ব্ল্যাংক চেক দিয়েছে বলে সূত্রের খবর। সোনিকে সই করাতে এখন থেকেই আসরে নেমেছেন দেবব্রত সরকার। শিলিগুড়ির ডার্বিতে সোনির অসাধারন একটা ফ্রিকিক পুরো ম্যাচটার রং বদলে দিয়েছিল। মরশুমের প্রথম ডার্বিতে একা সোনির কাছে হারতে হয়েছিল লাল হলুদকে। সেদিন সোনির মাঝমাঠের লড়াই ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের মনে ধরেছিল। সেদিন দেবব্রতবাবু ঘনিষ্ঠ মহলে বলেছিলেন সোনিকে লালহলুদে সই করাতে অলআউট ঝাঁপানো হবে। দেবব্রত সরকারের যেমনই কাজ তেমনই কথা। ফেড কাপের মধ্যেই সোনি নর্ডির সঙ্গে কথা বলতে শুরু করা দিয়েছে ইস্টবেঙ্গল। কটকে তাঁর সঙ্গে প্রাথমিক ভাবে কথাও বলেছেন বর্তমান ইস্টবঙ্গল ম্যানেজার মনোরঞ্জন ভটাচার্য। যদিও ময়দানের মনাকে এখনও কোন কথা দেননি সোনি। তাঁর কথা আগে মরশুম শেষ হোক। তারপরে সিদ্ধান্ত নেব নতুন মরশুমে কোন দলে খেলবো। সোনিকে দলে নিতে যাঁর প্রথম আগ্রহ সেই দেবব্রত সরকার মুখ খুলতে নারাজ। বরং তিনি জানিয়েছেন আগে মরশুম শেষ হোক। তারপর দেখবেন এবছর বড় চমক দেবে লালহলুদ।

Spread the love

Check Also

এক মাসের মধ্যে  ডিপফেক ভিডিয়োর কোপে চার বলি তারকা

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, চলতি মাসের শুরুর দিকে সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছিল অভিনেত্রী রশ্মিকা মন্দনার …

মাতৃত্বকালীন সময়ে নিন্দুকেদের সপাটে জবাব দিলেন শুভশ্রী

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, হইচই নেটপাড়ায় আর কিছুদিনের মধ্যেই আসছে শুভশ্রীর দ্বিতীয় সন্তান। অনেকেই মনে …

পিতৃহারা হলেন অভিনেতা আরমান, প্রয়াত পরিচালক রাজকুমার কোহলি

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, প্রয়াত পরিচালক রাজ কুমার কোহলি। সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ, শুক্রবার সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *