নীল বণিক
ঘাটালের দাসপুরে প্রচারে গিয়ে আক্রান্ত বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। তাঁর উপর তৃণমূল কর্মীরা হামলা করে বলে অভিযোগ। ভারতী ঘোষের গাড়িও ভাঙচুর করে তৃণমূলের দুষ্কৃতীরা বলে অভিযোগ।
দাসপুর বিধানসভার নন্দনপুর, সরবেড়িয়া এলাকায় কর্মীদের নিয়ে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। তারপর সন্ধ্যেবেলায় কর্মী ও নেতাদের নিয়ে একটি সংগঠনের বৈঠকও করেন ভারতী। এরপর ফেরার পথে রাত্রি ১০ টা নাগাদ জয়কৃষ্ণপুরের কাছে কয়েকজন ব্যক্তি লাঠি নিয়ে বিজেপির গাড়ি অাটকে দেয় বলে অভিযোগ । এবং বলা হয় বিজেপির গাড়িকে ওই রাস্তায় যেতে দেওয়া হবে না বলে জানায় দুষ্কৃতীরা।কথা কাটাকাটির মধ্যেই মারধর করা হয় ভারতী ঘোষের এজেন্ট অয়ন দন্ডপাটকে। বিজেপি প্রার্থী ভারতী ঘোষের গাড়িও ভাঙচুর করা হয়। থানায় ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে।
যদিও হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের সহায়ক ও দাসপুর ১ ব্লকের সভাপতি সুকুমার পাত্র। উল্টে তাঁর অভিযোগ, সারাদিন দাসপুরের বিভিন্ন এলাকায় বিজেপি প্রার্থী প্রচার করেছেন কোনও সমস্যা হয়নি। রাতে সাম্প্রদায়িক ও উস্কানিমূলক কথা বার্তা বলছিলেন তাই গ্রামবাসীদের সঙ্গে ঝামেলা হয় বলে খবর। তিনি বলেন, দাসপুর ১ ব্লক বরাবরই শান্তিপ্রিয় এলাকা। এখানে সবদলই প্রচার করে এবং ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে। কখনও কোনও গোলমাল হয়নি।