Breaking News
Home / Uncategorized / তুলোই ভাল

তুলোই ভাল

ওয়েব ডেস্ক- প্লাস্টিকের গদিতে শুলে হতে পারে  ক্যান্সারও । সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে ম্যাট্রেসে ব্যবহৃত ফরম্যাল ডি হাইড থেকে হতে পারে এই মরণ ব্যাধি। এছাড়া সিন্থেটিক বালিস ও গদিতে বাড়তে পা্রে মাথা যন্ত্রণা, শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা সহ আরও নানা রোগ।সিন্থেটিক ম্যাট্রেসের কেমিকেল থেকে ডায়াবেটিস, থাইরয়েড, এমনকি ক্যানসার পর্যন্ত হতে পারে বলে দাবি গবেষকদের।

সিন্থেটিক বালিশ ও ম্যাট্রেস মানেই কেমিকেলের ছড়াছড়ি। এমন বালিশ, ম্যাট্রেসে থাকে পলিইউরিথেন ফোম। বাতাসে একটু একটু করে কেমিকেল ছড়িয়ে দেয়। তা থেকে সাঙ্ঘাতিক মাথার যন্ত্রণা ও মাইগ্রেনের সমস্যা হতে পারে। মাইক্রোফাইবার বা পলিয়েস্টার বালিশে বাসা বাঁধে ডাস্ট মাইট। চোখে দেখা যায় না এই পোকা। সাইনাস ও শ্বাস-প্রশ্বাসের সমস্যার জন্য মূলত এই পোকাই দায়ী। কিছু কিছু ম্যাট্রেসে ব্যবহৃত হয় মেমরি ফোম। যা আরও বিপজ্জনক। পলিইউরিথেন তো থাকেই, সঙ্গে থাকে বেঞ্জিন ও ন্যাপথালিন। মাথা যন্ত্রণা থেকে শুরু হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে।তাই আর দেরি না করে তুলোর বাইলশ ও তোষক ব্যবহার করাই ভাল বলে  মনে করেন চিকিৎসকদের একাংশ।

Spread the love

Check Also

কেমন হলো ‘দ্য সবরমতি রিপোর্ট’-এর প্রথম ঝলক?

সুচরিতা সেন, বিনোদন ডেস্ক ২০২৩ সালে ’12 ফেল’ সিনেমার মাধ্যমে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন …

কেমন হলো, মুখ্যমন্ত্রীর এপিসোডের প্রথম ঝলক ?

সুচরিতা সেন, বিনোদন ডেস্ক রোজ বিকেলে বাংলার প্রতিটি ঘরে বিনোদন শুরু হয় এই শো এর …

রশিদ খানের ফিরে দেখা জীবনধ্যায়

বিনোদন ডেস্ক, সুচরিতা সেন, আবার নক্ষত্রপতন, না ফেরার দেশে চলে গেলেন ওস্তাদ রশিদ খান। গানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *