প্রসেনজিত ধর
সামনেই চৈত্র সেল। বিভিন্ন জলার তাঁতের শাড়ী, কুর্তীর সম্ভার নিয়ে চুঁচুড়ায় শুরু হয়েছে তাঁতের হাট। এই হাটে বিভিন্ন জেলার তাঁতিরাই সরাসরি ক্রেতাদের বিক্রি করছেন তাদের তাঁতের সম্ভার।হুগলির ধনেখালি ও বেগমপুরের তাঁতিরা যেমন আছে।তেমনিই আছে নদিয়ার শান্তিপুর, ফুলিয়া ও হবিবপুরের তাঁতিরা।এর সঙ্গে আছে সমুদ্রগর,ধাত্রীগ্রামের তাঁত শিল্পীরা।এই হাটে মোট 50টি তাঁতী তাদের পসরা নিয়ে এখানে এসেছেন।এখানে 500 টাকা থেকে 5 হাজার টাকা পর্যন্ত শাড়ি বিক্রি হচ্ছে। তবে এবারের বিশেষ আকর্ষন কন্যাশ্রী শাড়ী।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan