নিজস্ব সংবাদদাতা:
ডায়মন্ড হারবার ১১৭ নম্বর জাতীয় সড়কে ধস। বৃহস্পতিবার সকালে ডায়মন্ড হারবার জেটিঘাটের কাছে হুগলী নদীর পাড় সংলগ্ন ১১৭ নম্বর জাতীয় সড়কে ধস নামে। এর ফলে রাস্তার মাঝামাঝি অংশ ফাটল ধরে নদীবক্ষে তলিয়ে যায়। বিচ্ছিন্ন হয় এলাকার যোগাযোগ ব্যবস্থা।
এক বছর আগে ডায়মন্ড হারবারে সৌন্দর্যায়ন করার জন্য রাজ্য সরকার উদ্যোগ নেয়। সেইজন্য ২৫ কোটি টাকা ব্যয়ে একটি প্রজেক্টের কাজ চলছিল ওই জায়গায়। আজ সকালবেলা সাধারণ মানুষেরা দেখতে পায় ধীরে ধীরে নদীবক্ষে তলিয়ে যাচ্ছে রাস্তার বেশিরভাগ অংশ। এই খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ডায়মন্ড হারবার থানার পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা। রাস্তার এক অংশ ধসে যাওয়ার ফলে বন্ধ করে দেওয়া হয় সমস্ত যানবাহন চলাচল। ফলে দক্ষিণ ২৪ পরগনার সাগর, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, বকখালী, কুলপির সাথে বন্ধ হল কলকাতার সড়ক যোগাযোগ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news