Breaking News
Home / TRENDING / ডার্বির আগে ইস্টবেঙ্গলে কোচ–চমক। ক্লিক করুন জলদি

ডার্বির আগে ইস্টবেঙ্গলে কোচ–চমক। ক্লিক করুন জলদি

তীর্থ মাহাতো
ডার্বির আগে যে খবরে লাল–হলুদ জনতার বুকের ছাতি গর্বে বেড়ে যাবে বোধহয়। ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ আলেসান্দ্রো মেনেন্ডেজ হাই–প্রোফাইল কোচ, কলকাতা ময়দানে তা বহু চর্চিত হয়ে গেছে এতদিনে। কিন্তু, তা বলে আলেসান্দ্রো যে রিয়েল মাদ্রিদের সিনিয়র টিমের সহকারি কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে লাল–হলুদেই রয়ে গেছেন, তা অজানাই ছিল।
কলকাতায় আসার পর অনেকবারই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন আলেসান্দ্রো। কিন্তু, নিজের ঢাক নিেজই পেটানোর বান্দা তিনি নন। হুলেন লোপেতেগুই রিয়েলের কোচ হয়ে আসার পর সহকারি হিসেবে চেয়েছিলেন আলেসান্দ্রোকে। কিন্তু তখন কোয়েস–ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে যাওয়ায় আলেসান্দ্রো সেই প্রস্তাব ফিরিয়ে দেন। লোপেতেগুইয়ের সঙ্গে তঁার আলাপ ছিল অনেক দিন ধরেই। ঘটনাটা টিম ম্যানেজমেন্টের অনেক সদস্য থেকে ইস্টবেঙ্গল ফুটবলাররাও জানেন। তবে তা আলেসান্দ্রো মুখ থেকে জানেননি। কাহিনীটা শুনেছেন আলেসান্দ্রোর সহকারি মারিও, কার্লোস নাডারের মুখ থেকে। শিলং লাজংয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে ডিনার টেবিলে বসে মারিও, কার্লোস নাডার গল্পটা বলেছিলেন। যা শুনে টিমের অনেকেই চমকে উঠেছিলেন। আলেসান্দ্রো রিয়েল মাদ্রিদের জুনিয়র টিমের কোচিং করিয়েছিলেন, সেটা সকলেই জানতেন। তবে, সিনিয়র টিমের ব্যাপারটা জানা ছিল না। এছাড়াও ইস্টবেঙ্গলের ঘনিষ্ট মহলে আলেসান্দ্রো বলেছেন, রিয়েল মাদ্রিদ ক্লাবের সঙ্গে তঁার সম্পর্ক দারুণ। রিয়েল মাদ্রিদ ক্লাবের সঙ্গে তঁার ‘কানেকশন’ মারাত্মক।
রিয়েল মাদ্রিদের সিনিয়র দলের সহকারি কোচের প্রস্তাব ফিরিয়ে দেওয়া আলেসান্দ্রো কিন্তু রবিবারের ম্যাচের জন্য প্রায় তৈরি। বৃহস্পতিবার সাইতে রুদ্ধদ্বার অনুশীলনে মূলত সেটপিস অনুশীলনের উপর জোর দেন। ডার্বির জন্য ফ্রি–কিকের নানান কৌশল রপ্ত করানোর চেষ্টা করেন ফুটবলারদের। লালরিনডিকাকে নিয়ে আলাদা করে সেটপিস প্র্যাকটিস করানো হয় তঁাকে। কারণ, সেটপিসের জন্য আলেসান্দ্রোর বাজি লালরিনডিকাই।
প্র্যাকটিস শুরুর আগে মোহনবাগানের ম্যাচের ভিডিও দেখানো হয় ফুটবলারদের। প্রতিপক্ষের সনি নর্ডির জন্য রণনীতি সাজাচ্ছেন স্প্যানিশ কোচ। সনি নর্ডির কথা মাথায় রেখেই হয়তো রাইটব্যাকে শুরু করে পারেন চুলোভা। লেফটব্যাকে কমলপ্রীত বা ফানাইয়ের মধ্যে একজন খেলতে পারেন। ভিডিও ক্লাসে আলেসান্দ্রো বলে দেন, সনি রাইট অথবা লেফট যে উইংয়েই খেলুন না কেন, তৈরি থাকতে হবে। রবিবারের ডার্বিতে আক্রমণাত্মক ফুটবল খেলতেই দেখা যাবে ইস্টবেঙ্গলকে। পাসিং ফুটবল খেলে প্রতিপক্ষকে সমস্যায় ফেলতে তৈরি হচ্ছে লাল–হলুদ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *