চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার হুঙ্কার দিচ্ছেন চিনের কমিউনিস্ট পার্টির সদস্যদের আমেরিকায় ঢুকতে দেওয়া হবে না। সত্যিই যদি ট্রাম্প প্রশাসন এমন সিদ্ধান্ত নেয় তবে আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা সহ চিনের একাধিক ব্যবসায়ী ও উদ্যোগপতি প্রবল সমস্যার সম্মুখীন হবেন।
ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে ৯ কোটি চিনাদের জন্য আমেরিকার দরজা বন্ধ হয়ে যাবে। এমনকি ডালিয়ানা ওয়ান্ডা গ্রূপের প্রতিষ্ঠাতা ওয়াং জিয়ানলিন এবং বিওয়াইডি-র (BYD) প্রতিষ্ঠাতা ওয়াং চুয়ানফুর মতো চিনের একাধিক ধনী ব্যবসায়ীর উপর এর প্রভাব পড়বে। কারণ তাঁরা প্রত্যেকেই চিনের কমিউনিস্ট পার্টির সদস্য।
ওয়ান্ডা বিশ্বের বৃহত্তম সিনেমা থিয়েটার চেইনের মালিক। এএমসি, চুয়ানফু-প্রতিষ্ঠিত বিওয়াইডি চিনের সবচেয়ে বড় ইলেকট্রিক গাড়ি কোম্পানি। এ প্রসঙ্গে হংকংয়ে চিনের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উইলি লাম বলেন, “চিনের ধনী ও শক্তিশালী প্রায় সকলেই কমিউনিস্ট পার্টির সদস্য। আমেরিকা যদি এরকম কোনও সিধান্ত নেয় তাহলে প্রভাবশালীরা কঠিন সমস্যায় পড়বে।”
গত বছর প্রকাশিত এক সমীক্ষায় দেখা গিয়েছে চিনের ৮০ হাজারের বেশি উদ্যোগপতি কমিউনিস্ট পার্টির সদস্য। ফলে ট্রাম্পের এই সিদ্ধান্তে চিনা ব্যবসায়ীরা মারাত্মক সমস্যার সম্মুখীন হবে। কারণ এই চিনা উদ্যোগপতিরা মার্কিন যুক্তরাষ্ট্রের স্টক এক্সচেঞ্জগুলি থেকে প্রচুর ব্যবসা করে। বৃহস্পতিবার চিনের বিদেশ মন্ত্রক এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
প্রসঙ্গত, করোনা সংক্রমণের জন্য চিনকে দোষী করার পর থেকে বাণিজ্য নিয়ে বেজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের অবনতি হয়। একই কারণে চিনাদের মার্কিন ভিসা দেওয়া হবে না বলে হুঙ্কার দেন ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া হংকংয়ের নতুন নিরাপত্তা আইন ও টেলিকম সংস্থা হুয়াই নিয়ে চিন আমেরিকা সম্পর্কে মারাত্মক প্রভাব পড়ে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news