নীল বণিক
পুরো অঙ্ক করেই পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে প্রতারণা করেছেন নীরব মোদি। তদন্তে নেমে এমনটাই মনে করছেন ইডির তদন্তকারী অফিসারেরা। নীরব মোদির হীরের ব্যবসা কখনই ক্ষতির মুখ দেখেনি। তবে ব্যাঙ্কের বিশাল অঙ্কের টাকা আত্মসাৎ করাই মূল উদ্দেশ্য ছিল গুজরাটের এই শিল্পপতির। তাই বিগত চার মাস আগেই বিদেশে পালানোর ছক কষেছিলেন তিনি। তদন্তে নামার পর নীরব মোদির এক ট্যাক্স কনসালট্যান্টের খোঁজ করছে ইডি কর্তারা। এই বিপুল অঙ্কের টাকা আত্মসাতের পরিকল্পনা তাঁর সঙ্গে পরামর্শ করেই করা ফলে জানা গিয়েছে। এমনকি লোনের জন্য পিএনবির কর্তাদের নিজের হাতে ঘুষ দিয়েছিলেন এই রহস্যময় ব্যক্তিই। তাই সবার আগে নীরব মোদির ট্যাক্স কনসালট্যান্টকে নিজেদের হেফাজতে নিতে চাইছে ইডি। তাঁর খোঁজে মুম্বাই ও দিল্লিতে তল্লাশি চালিয়েছেন ইডির অফিসারেরা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan