চ্যানেল হিন্দুস্থান নিউজ ডেস্ক: পদ্ম (বিজেপি)চিহ্নে ভোট দিলে, চোরেরা জেলে যাবে। বৃহস্পতিবার নদিয়ার সভা থেকে এই বার্তা বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার।
ইতিমধ্যেই সভাপতি র মেয়াদ বৃদ্ধি পেয়েছে তাঁর। এরপরই পঞ্চায়েত ভোটকে সামনে রেখে বাংলাতে পা রাখলেন জে পি নাড্ডা। বেথুয়াডহরি থেকে শুরু করলেন সভা। আর সেখান থেকেই রাজ্যকে একহাত নিলেন জেপি নাড্ডা ।
কেন্দ্রের পাঠানো অর্থ সাঠিক খাতে খরচ হচ্ছে না বলেও এই সভা থেকে বুঝিয়ে দিলেন। চাকরী থেকে শুরু করে আবাস, একাধিক দুর্নীতি নিয়ে ব্যাকফুটে রাজ্য ও শাসক দল। আজ নিজের বক্তব্যে দুর্নীতির রেমিডি দিয়ে জেপি নাড্ডা বলেন,“আপনারা পদ্মে ভোট দিন, আমরা চোরদের জেলে ভরব। শুভেন্দু বলেন, চোর ধরো….আমিও বলছি, আপনারা পদ্মে ভোট দিন, আমরা চোর জেলে ভরব।”
বৃহস্পতিবার বেথুয়াডহরির জনসভা থেকে একাধিক ইস্যুতে রাজ্যকে নজিরবিহীনভাবে আক্রমণ করেন নাড্ডা। কেন্দ্রের সমস্ত প্রকল্পে রাজ্য দুর্নীতি করছে বলে দাবি করেন তিনি। বলেন, “কেন্দ্র কাজের জন্য টাকা পাঠাচ্ছে আর এখানে ঘোটালা হচ্ছে। গরু, বালি, কয়লা এমনকী শৌচাগার থেকেও টাকা খাচ্ছে তৃণমূল। ওরা সংবিধান পর্যন্ত মানেন না।” এরপর রীতিমত হুঁশিয়ারি দিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, “সংবিধান না মানলে জনতা বিচার করবে।”
এদিনের জনসভা থেকে সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন জে পি নাড্ডা। বলেন, “আমি তো দিদিকে বলছি সংবিধান মানুন, রাগ কমান। দিদি এত রাগ করতে নেই। স্বাস্থ্যের জন্য ভাল না। সংবিধান মেনে কাজ করতে হয়।” সভা থেকে মোদির প্রশংসাও করেন নাড্ডা। তুলে ধরেন মোদির আমলে দেশের উন্নতির খতিয়ান। বলেন, “মোদি সৎ, বাংলার সরকার বেইমান।”
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে নিউটাউনের হোটেলের সামনে দলের সর্বভারতীয় সভাপতি হিসাবে মেয়াদ বৃদ্ধি উপলক্ষে জে পি নাড্ডাকে সংবর্ধনা দেয় রাজ্য বিজেপি। তার পরই নদিয়ায় মায়াপুরে ইসকনে পুজো দেন তিনি