ওয়েব ডেস্ক
জেট এয়ারওয়েজের মতো সরকার উদ্যোগ নিলে কিংফিশার এয়ারলাইন্সকেও বাঁচানো যেত, জানালেন বিজয় মাল্য। তিনি অভিযোগ করেন ৭ বছর আগে ব্যাঙ্কগুলি সাহায্যে এগিয়ে এলে ‘দেশের অন্যতম সেরা’ বিমান সংস্থা বন্ধ করতে হতো না। তবে তাঁর যে জেট এয়ারওয়েজের বিরুদ্ধে কোনও রাগ নেই, উল্টে তিনিও তার সমব্যাথী প্রমাণ করতে জেটের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন মাল্য। তিনি বলেন, তাঁর যে সম্পত্তি কর্নাটক হাই কোর্টে জমা রয়েছে, তা বিক্রি করে জেটকে সাহায্য করা যেতে পারে।
সোমবারই জেট এয়ারওয়েজের কর্ণধার নরেশ গোয়েল ও তাঁর স্ত্রী অনিতা গোয়েল পদত্যাগ করেন। এরপরই তাঁদের ১৫০০ কোটি টাকার শেয়ার বিক্রি করে জেটকে বাঁচাতে এগিয়ে আসে স্টেট ব্যাঙ্ক ও পিএনবি। উল্লেখ্য, কোটিপতি ব্যবসায়ী বিজয় মাল্যর বিরুদ্ধে ৯০০০ কোটি টাকার জালিয়াতির মামলা চলছে।