নিজস্ব সংবাদদাতা
বিতর্ক যেন পিছন ছাড়ছে না জেএনইউর। এবার এই বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠল। অভিযুক্ত প্রফেসর স্কুল অফ লাইফ সায়েন্সের অধ্যাপক অতুল জোশী। তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করে ৯জন ছাত্রী। তাঁদের অভিযোগ, ক্লাস চলাকালীন অশ্লীল ভাষায় কথা বলুন ওই প্রফেসর। ওই ছাত্রীদের অভিযোগের ভিত্তিতেই বসন্ত কুঞ্জ থানায় এফআইআর দায়ের করা হয়।