ওয়েব ডেস্কঃ
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছে গেল জুভেন্টাস। যা হয়েছে প্রত্যাশা মাফিকই হয়েছে, তাই অবাকের কিছু নেই। শেষ তিন মরশুমে দ্বিতীয়বার এই টুর্নামেন্টের মহারণে জেব্রা। সেমি ফাইনালের প্রথম লিগে ২-০ এগিয়ে ছিল জুভেন্তাস। বুধবার তুরিনে দ্বিতীয় লিগে ২-১ জিতল মাসিমিলানো আলেগ্রির শিষ্যরা। দুটি লিগ মিলিয়ে জুভেন্তাস জেতে ৪-১এ।