নিজস্ব সংবাদদাতা :
জলসায় গান গাইতে না চাওয়ার অপরাধে গায়িকাকে গুলি করে মারল ৩যুবক। শনিবার রাতে পাকিস্তানের মারদানে সুম্বুল খান নামে ওই গায়িকার বাড়ি যায় তিন অজ্ঞাতপরিচয় যুবক। সুম্বুলকে জলসায় গাইতে যাওয়ার জন্য জোর করতে থাকে তারা। সুম্বুল রাজি না হলে তাঁকে জোর করে তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেয় তারা। এরপরই সুম্বুলকে গুলি করে ওই যুবকেরা। এই ঘটনায় এখনো কাউকে গ্রফতার করতে পারেনি পাকিস্তানের পুলিশ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan