Home / TRENDING / জঙ্গল মহলে মুকুলের সভা ভরাচ্ছে কারা? কী আছে অন্তরালে!

জঙ্গল মহলে মুকুলের সভা ভরাচ্ছে কারা? কী আছে অন্তরালে!

নিজস্ব সংবাদদাতা

 

পুরুলিয়ার ট্যাক্সি মোড়ে মুকুলের সভায় কেন এত ভিড়? এর আগে এইখানে কখনও কারও সভায় কী এত জনসমাগম হয়েছে!তৃণমূলের অন্দরে এখন এটাই হল নতুন চর্চার বিষয়। শুধু পুরুলিয়া কেন, বীরভূমের সাঁইথিয়াতেও ছাপিয়ে পড়েছিল লোক! হচ্ছেটা কী! তাহলে  মুকুল রায়ের জনসংযোগ যাত্রা কী সত্যিই জনজাগরন যাত্রায় পরিণত হল! চর্চা চলছে নবান্ন, কালীঘাট, বাইপাসের ধারে তৃণমূল ভবন থেকে শুরু করে তৃণমূলের ছোট বড় নেতাদের বাড়ির আড্ডাতেও।

 

দলের অর্ন্তদ্বন্দ কী মুকুলের উস্কানি প্রকট হয়ে পড়ছে! দলের স্থানীয় নেতারা কী মুকুলকে গোপনে সাহায্য করছেন! শুধু স্থানীয় কেন, যে সব বড় নেতা মুখে মুকুলের সমালোচনা করছেন কার্যত তাঁরাও কী তলে তলে মুকুলের সঙ্গে আছেন! এই রকম বিবিধ সম্ভাবনার কথা উঠে আসছে বিভিন্ন আলোচনায়। এইসব সম্ভাবনা প্রসঙ্গে মুকুল মহল রহস্য করে বলছে, “হতেও পারে!” তবে এইসব রাজনৈতিক কুটকচালির মধ্যে আরও একজন মুকুল রায়কে দেখছে পৌষের জঙ্গল মহল! অন্য এক মুকুল রায়? সেই মুকুল রায় ব্যক্তিগতভাবে চেনেন জঙ্গলমহলের রাজুকে আবার নাসিরকেও। একসময় এরকম অনেকের সঙ্গেই মুকুল দিনের পর দিন, রাতের পর রাত কাটিয়েছেন পুরুলিয়া-বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামে। জঙ্গল মহলে সেই সময়ের মাও আতঙ্কের দিনে গ্রামের যেসব যুবক মুকুল রায়ের পাশে থাকতেন তাঁদের কাছে এখনও আগেরমতই আপনজন মুকুল। অন্তত তাঁদের কথোপকথন সেই কথাই প্রমাণ করে :

রাজু- দাদা ভালো আছেন? মুকুল – হ্যাঁ রে ভালো আছি। এই রাজু মাহাতো তুই কেমন আছিস? নাসির কেমন আছে? জানিস তো জঙ্গলমহলে ওই সময় ওরা জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাড়ি বাড়ি ঘুরিয়ে ছিল।

সামু তুই কেমন আছিস? বাড়ির সবাই ভালো আছে? অত বড় রোগ ভোগের পর তোর বাবা কেমন আছে রে? অত বড় অপারেশন! মাওবাদী অধ্যূষিত পুরুলিয়ার গ্রামে গ্রামে যেতে সবাই ভয় পেত, এই বাচ্চা বাচ্চা ছেলে গুলো কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে রাতের অন্ধকারে আমাকে নিয়ে ঘুরতো ! ওঃ ভাবলে এখনো গা শিউরে ওঠে!

এই মুকুল রায়কে তাঁর পুরনো দলের নতুন নেতারা হয়ত চেনেন না। পুরনো নেতারা হয়ত মনে রাখেননি। তবে জঙ্গলমহল মনে রেখেছে। মুকুলও মনে রেখেছেন পুরনো দিন আর পুরনো মানুষগুলিকে।

বিজেপিতে আসার পরেও, সেই নিবিড় ব্যক্তিগত আন্তরিক সম্পর্কের ফসল তিনি পাচ্ছেন। বলা ভাল, সে ফসল মাথায় করে ব’য়ে নিয়ে তাঁর সভায় হাজির হচ্ছেন রাজু-নাসিরের বন্ধুরা। বন্ধুদের বন্ধুরা। তাঁদের আত্মীয়-পরিজন, পাড়া-পড়শী।

দিনের শেষে স্মিত হাসছেন মুকুল।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

এক মাসের মধ্যে  ডিপফেক ভিডিয়োর কোপে চার বলি তারকা

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, চলতি মাসের শুরুর দিকে সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছিল অভিনেত্রী রশ্মিকা মন্দনার …

মাতৃত্বকালীন সময়ে নিন্দুকেদের সপাটে জবাব দিলেন শুভশ্রী

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, হইচই নেটপাড়ায় আর কিছুদিনের মধ্যেই আসছে শুভশ্রীর দ্বিতীয় সন্তান। অনেকেই মনে …

পিতৃহারা হলেন অভিনেতা আরমান, প্রয়াত পরিচালক রাজকুমার কোহলি

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, প্রয়াত পরিচালক রাজ কুমার কোহলি। সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ, শুক্রবার সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *