ওয়েব ডেস্ক- সরকারি দফতরের ছাদে গাছ। এমনটাই হল নিউটাউনের সিবি ব্লক ১ সি বাজারের ছাদে। উদ্বোধনে এসেছিলেন রাজ্যের নগরোন্ন্য়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ও কৃষিমন্ত্রী পুর্ণেন্দু বসু। কৃষিমন্ত্রী জানান এবার থেকে রাজ্য সরকারের যে সব দফতর দুইল রক্ষণাবেক্ষেনর অভাবে নষ্ট হতে চলেছে সেগুলিতে এই ধরেণর ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে তাঁর কথায়,ভবিষ্যতে জৈব রেস্তাঁরার পরিকল্পনা আছে রাজ্য সরকারের। এদিকে নিউটাউন কলকাতা ডেভলেপমেন্ট অথরিটির চেয়ারম্যান দেবাশিস সেন জানান, এই বাজারের ছাদে জৈব আনাজ বিক্রি হবে। তাঁর কথায়, তা বাজারের চলিত জৈব আনাজের চেয়ে ১০ শতাংশ কম হবে।
Check Also
কেমন হলো, মুখ্যমন্ত্রীর এপিসোডের প্রথম ঝলক ?
সুচরিতা সেন, বিনোদন ডেস্ক রোজ বিকেলে বাংলার প্রতিটি ঘরে বিনোদন শুরু হয় এই শো এর …
রশিদ খানের ফিরে দেখা জীবনধ্যায়
বিনোদন ডেস্ক, সুচরিতা সেন, আবার নক্ষত্রপতন, না ফেরার দেশে চলে গেলেন ওস্তাদ রশিদ খান। গানের …
নববর্ষে দারুন চমক, বিশেষ খেতাব পেল NJP স্টেশন
চ্যানেল হিন্দুস্তান, নিউজ ডেক্স বিশেষ খেতাব পেল নিউ জলপাইগুরি স্টেশন। NF রেলওয়ের কাটিহার বিভাগের অধীন …