ওয়েব ডেস্কঃ
এক ফুটফুটে কন্যা সন্তানের বাবা হলেন গায়ক আদনান সামি। বুধবার সকালেই সেই খবর টুইট করেন আদনান নিজে। সেখানে সন্তানের নামও নির্ধারিত করে দেন তিনি। স্ত্রী রোয়া এবং আদনান মিলে সন্তানের নাম দিয়েছেন মেডিনা সামি খান।
২০১০র ২৯শে জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই দম্পতি। এদিনের টুইটারে গর্বিত বাবা জানান,“আমি এবং রোয়া বরাবরই চেয়েছিলাম আমাদের যেন একটি কন্যা সন্তান হয়। আমরা সত্যিই ভাগ্যবান মেডিনাকে পেয়ে। মেডিনা আমার জীবনকে উদ্বুদ্ধ করেছে। রোয়া এবং মেডিনা দুজনেই ভাল আছে”।