প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান:
গাজন উৎসব আর দেখা হল না। দেওয়া হল না গাজনের পুজোও। মামার বাড়িতে গাজন উৎসব দেখতে এসে পুজোর ফল কিনতে বেরিয়ে বেপরোয়া ট্র্যাক্টরের ধাক্কায় প্রাণ হারাতে হল এক কিশোরকে। মৃত ছাত্রের নাম লক্ষীকান্ত সাঁতরা (১৩) ওরফে শান্তনু। তাঁর বাড়ি পূর্ব বর্ধমানে মাধবডিহি থানার উচালন অঞ্চলের কেঁউটিয়া গ্রামে। কিশোরের অকাল মৃত্যুতে শুক্রবার কার্যত ম্লান হয়ে যায় তাঁর মামার বাড়ি সাঁকো গ্রামের গাজন উৎসব। শুক্রবার বেলা ১০ টা নাগাদ মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার সাঁকো মোড়ে। দুর্ঘটনার পর স্থানীয় মানুষজন বর্ধমান একলক্ষ্মী রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। মাধবডিহি থানার পুলিশ মৃতদেহ উদ্ধারে গেলে তাঁদের বিক্ষোভকারীদের বাধার মুখে পড়তে হয়। পরে মহকুমা পুলিশ আধিকারিক সৌভনিক মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনা স্থলে পৌঁছায়। বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। বিকাল সাড়ে ৪ টের পর বর্ধমান একলক্ষ্মী রোডে স্বাভাবিক হয় যান চলাচল ।
মৃত ছাত্রের মা অপর্ণা দেবী সন্তানের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন। মাঝে মধ্যেই তিনি সংজ্ঞা হারান। বাবা রূপচাঁদবাবু চোখের জল ফেলতে ফেলতে বলেন ,“পথ নিরাপত্তা নিয়ে হাজারও সচেতনতা প্রচার সত্ত্বেও বেপরোয়া ভাবে গাড়ি চালান বন্ধ করছে না চালকরা। বেপরোয়া ট্র্যাক্টার আমার ছেলের প্রাণ কড়ে নিল ।” ট্র্যাক্টার চালকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেছে মৃত কিশোরের পরিবার। মহকুমা পুলিশ আধিকারিক সৌভনিক মুখোপাধ্যায় জানিয়েছেন , ট্র্যাক্টের ধাক্কায় ১৩ বছর বয়সী এক ছাত্রের মৃত্যু হয়েছে। ট্র্যাক্টর আটক করা হয়েছে।এলাকার লোকজন পথ অবরোধ করেছিল। অবরোধ তুলে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan