ওয়েব ডেস্ক :
গানবাজনা, ফ্যাশন থেকে খাওয়াদাওয়া সবেতেই এখন ফিউশনের ছোঁয়া। তারই স্পর্শ পাওয়া গেল স্বভূমি লাগোয়া শেফ প্রদীপ রোজারিও-র কেকে’স ফিউশনে। এবার দেখে-চেখে দিন ওঁদের কিছু ফিউশন ডিশ- মাখনে মজানো লাল টুকটুকে ফিশ সালামি, টমেটো পিউরি ও স্যালারির সহযোগে ডাক রোস্ট, গ্রিলড সসেজ স্টাইল বোনলেস চিকেন সঙ্গে রঙিন সবজির মেলবন্ধনে পিলাপ রাইস। শেষ পাতে মিষ্টিমুখ না হলে তো খাওয়াটাই ঠিক জমে না, তাই শেষপাতেও কেকে’স ফিউশনে চমক-রয়েছে স্ট্রবেরি ক্রাশ আর চকোলেট সসে মাখানো ভ্যানিলা আইসক্রিম, ড্রাই ফ্রুট সহ পাম্পকেক। শুধু মেন ডিশ কিংবা ডেসার্ট নয় রয়েছে পানীয়রও ব্যবস্থা। তাই দেরি না করে চট করে পরোখ করে নিতেই পারেন কেকে’স ফিউশন।