ওয়েব ডেস্ক :
কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি নতুন ডিভিশন করার প্রস্তাব রাখা হয়েছে।এই ডিভিশনটি হবে ইস্ট ডিভিশন যেটা প্রগতি ময়দান,আনন্দপুর,পূর্ব যাদবপুর,কলকাতা লেদার কমপ্লেক্স,এবং পঞ্চ সায়ার এই পাঁচটি থানা নিয়ে গঠিত হবে।কলকাতা পুলিশের পূর্বতন আটটি ডিভিশন রয়েছে।এবার এই শাখায় একটা নতুন পালক যোগ হতে চলেছে।ডিসি ট্রাফিক কলকাতা,ডিসি ওয়ারলেস ব্রাঞ্চ,এসি হেডকোয়ার্টার সহ মোট এগারো জনের একটি কমিটি গঠন করা হয়েছে সবকিছু ঠিকঠাক দেখভাল এবং কোনো অসুবিধা হয় কিনা তা দেখার জন্য।নবান্ন সূত্রের খবর।