সঞ্চিতা গঙ্গোপাধ্যায় :
আজ সরকার ৩ শুভমুক্তি সঙ্গে এ বছরই শতাব্দীর সেরা নায়কের ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রীধর রায় রোডের সঞ্জয় পাতোদিয়ার উদ্যোগে অমিতাভ ফ্যান ক্লাবের এক অভিনব প্রয়াস। সকাল থেকেই তাঁদের উন্মাদনার শেষ নেই,সরকার ৩-এর অমিতাভের বেশে তাঁরা তৈরি অমিতাভের হয়ে চিয়ার করতে। শুধু উন্মাদনাই নয়, একটি মন্দিরের প্রতিষ্ঠাও করে ফেলেছেন তাঁর সেই ভক্ত এবং পড়েন অমিতাভ চালিশাও। পরম পিতা ঈশ্বর নন বরং অমিতাভকেই পরম পিতা মেনে আজ তাঁর মূর্তি উন্মোচন করলেন। দেখে নিন ভিডিও।