নীল বণিক
নির্বাচন কমিশন বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ তুলে শো-কজ করার পর মুখ খুললেন বাবুল। কমিশনের নিয়ম মেনেই তিনি সবরকম উত্তর দিতে প্রস্তুুত বলে জানান বাবুল সুপ্রিয়। এমনকি কমিশনকে পাল্টা আক্রমণ করবেন না বলেও জানান কেন্দ্রীয় মন্ত্রী। সাংবিধানিক অধিকার থেকে কমিশন তাঁকে শো-কজ করেছে বলে জানান বাবুল। তিনি বলেন, ওই গানটি বিজেপি প্রকাশ করেনি। দল কোনও মিডিয়াকে বাবুল সুপ্রিয়র গানের রেকর্ড দেয়নি। তিনি নিজের উদ্যোগেই রাজ্যের শাসক দলকে নিয়ে একটি গান রেকর্ড করেছেন। সেই গানের ভিডিও স্টুডিও থেকে কোনওমতে বাইরে লিক হয়েছে। তারপর সোস্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে বলে জানান আসানসোলের সাংসদ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news