চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরে কংগ্রেসের ভাঙ্গন অব্যাহত। ঠিকঠাক চললে মঙ্গলবার বিকেলে কংগ্রেস ভেঙে তৃণমূলে যোগ দিতে পারেন প্রাক্তন সাংসদ অশোক তানোয়ার ও প্রাক্তন ক্রিকেটার তথা কংগ্রেস নেতা কীর্তি আজাদ। অশোক দীর্ঘদিনের কংগ্রেস নেতা, যদিও সম্প্রতি তিনি কংগ্রেস নেতৃত্বের উপর ক্ষুব্ধ ছিলেন। তাই তাঁর তৃণমূলে যোগদান কংগ্রেস নেতৃত্বের কাছে খুব একটা অপ্রত্যাশিত নয়। আর কীর্তি আজাদ লোকসভা ভোটের আগে কংগ্রেসের যোগ দিয়েছিলেন। বর্তমান বিজেপি নেতৃত্বের ওপর ক্ষুব্ধ হয়ে প্রাক্তন সাংসদ কীর্তি যোগ দিয়েছিলেন কংগ্রেসে।
সোমবার দিল্লি এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই জল্পনা ছিল কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন তিনি। কিন্তু তৃণমূল সূত্রের, শেষ পর্যন্ত সানিয়ার সঙ্গে সাক্ষাৎ নাও হতে পারে তৃণমূল নেত্রীর। যেভাবে একের পর এক রাজ্যে কংগ্রেস ভেঙে তৃণমূলে যোগদান চলছে তাতে বেজায় ক্ষুব্ধ এআইসিসি। এমতাবস্থায় তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করে আর বিতর্ক বাড়াতে চান নি সনিয়া। আবার গোয়াতে আপের সঙ্গে তৃণমূলের মতানৈক্যের কারণে অরবিন্দ কেজরিওয়ালও মমতার সঙ্গে দেখা করতে আগ্রহী নন বলেই সূত্রের খবর। তাই মঙ্গলবার বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে মমতা সাক্ষাতের সম্ভাবনা কম। গীতিকার জাভেদ আখতার ও বিশিষ্ট সাংবাদিক সুধীর কুলকার্নির সঙ্গে দেখা করে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী।