নীল বণিক
প্রথম পর্যায়ের ভোটে উত্তরবঙ্গের দুই জেলার জন্য আলাদা পর্যবেক্ষক নিয়োগ করল নির্বাচন কমিশন। প্রথমে আলিপুরদুয়ার কোচবিহার আসনে একজন পুলিশের পর্যবেক্ষক নিয়োগ করেছিল কমিশন। কিন্তু কোচবিহারে বিজেপি প্রার্থী নিশিথ প্রামাণিকের উপর হামলার ঘটনার পর অবস্থা বদলাতে শুরু করে। কোচবিহারে প্রার্থীদের নিরাপত্তার দাবিতে কমিশনে সরব হয় বিজেপি সহ বিরোধী দলগুলি। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবিন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করে বিরোধীরা। তারপরেই কমিশন সিদ্ধান্ত নেয় শান্তিপূ্র্ণ ভোট করাতে দুই জেলায় আলাদা পর্যবেক্ষক নিয়োগ করবে কমিশন। শুক্রবার থেকেই অালিপুরদুয়ার জেলায় পুলিশের পর্যবেক্ষকের দায়িত্ব নিচ্ছেন বিনোদ কুমার। এছাড়াও জলপাইগুড়ি আসনে পুলিশের পর্যবেক্ষক হচ্ছেন অলোক কুমার রায়। শুক্রবার দুপুর থেকেই তাঁরা দায়িত্ব নিচ্ছেন।