মীরা সাহা
সামনের মরশুমে ইস্টবেঙ্গল কোচ আলেজান্দ্রো মেনেন্ডেজ দল গড়বেন। কর্তারা হস্তক্ষেপ করবেন না। কোচকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। কোচ চাইছেন, জুনিয়রদের নিয়ে দল গড়তে। আলেজান্দ্রোর পছন্দ জুনিয়র ফুটবলার। দলের জুনিয়র ফুটবলারদের ধরে রাখছেন তিনি। অ্যারোজের ফুটবলার চাইলেও পাবেন না, কারণ অ্যারোজের ফুটবলারদের সঙ্গে চুক্তি রয়েছে। গোলকিপার হিসেবে ধীরাজ সিংকে পছন্দ আলেজান্দ্রোর। টিমের তরুণ ফুটবলার সামাদ আলি মণ্ডল, মিজো ব্রিগেডকে ধরে রাখতে চান তিনি। মঙ্গলবার থেকেই নতুন মরশুমের দলগঠনের কাজে পুরোপুরি কোমর বেঁধে নেমে পড়লেন আলেজান্দ্রো। লাল–হলুদ অ্যাকাডেমির গোলরক্ষক অয়ন রায় এদিন যোগ দেন অনুশীলনে। তঁাকে দেখে নেন আলেজান্দ্রো। আশা করা হচ্ছে, অয়ন হয়তো সিনিয়র টিমে যোগ দেবেন। অয়নকে বেশ পছন্দ আলেজান্দ্রোর।
Check Also
চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক
ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …
আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ
জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …
নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই
সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …