সঞ্চিতা গঙ্গোপাধ্যায় :
ইসলাম ধর্মকে কলুষিত করছেন মমতা। অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। কোন যুক্তিতে দিলীপের এমন অভিযোগ? দিলীপের বক্তব্য, মুসলিম সম্প্রদায়ের প্রথা অনুযায়ী মহিলা ও পুরুষ আলাদা আলাদা বসে নামাজ পড়ে। মমতা সেসবের ধার ধারেন না। তিনি ইফতার পার্টিতে যান। উপোস করে যান কি? প্রশ্ন দিলীপের। ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকি কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর হিজাব পরা নিয়ে কটাক্ষ করেছিলেন। তারপর দিলীপের এই বক্তব্য কি প্রশ্ন তুলে দিচ্ছে মমতার এ হেন আচরণ কতটা জেনুইন? তবে জ্যাকিরিয়া স্ট্রিটের বড় মসজিদের ইমাম কাশমি সাহেব মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন। তাঁর বক্তব্য, দিলীপ ঘোষ নেহাত রাজনীতির স্বার্থে এসব বলেছেন। মুখ্যমন্ত্রী আমাদের অতিথি হয়ে আসেন। এখানে প্রথা বা নিয়মের প্রশ্ন আসে না। বিতর্ক চলছে। আপনিও যোগ দিতে এই বিতর্কে। তার আগে দেখে নিন সঙ্গের ভিডিয়ো। শুনে নিন দিলীপ ঘোষের বক্তব্য।