নীল বণিক
ইন্ডোর না পেয়ে শহীদ মিনারে অমিত শাহের সভা চাইছেন কেন্দ্রীয় নেতৃত্ব। দিল্লির বক্তব্য, এর অগেও নেতাজি ইন্ডোরে দলের সর্বভারতীয় সভাপতির সভার অনুমতি দেয়নি রাজ্য সরকার। এমনকি তাঁর সভার জন্য মহাজাতি সদনের অনুমতিও মেলেনি। তাই এবার অমিত শাহর সভার জন্য শহীদ মিনারের মাঠকেই চাইছেন কৈলাস বিজয়বর্গিয়, সূরেশ পূজারি ও রাম মাধবের মতো নেতারা। শহীদ মিনারের মাঠটি ভারতীয় সেনার। তাই এই মাঠে সভা করার অনুমতি নিতে গেলে রাজ্যের দারস্থ হতে হবে না। সময় নষ্ট না করে দিল্লি চাইছে ৯ই এপ্রিল শহীদ মিনারে সভা করার জন্য রাজ্য বিজেপি সেনার কাছে আবেদন করুক। সেনার অনুমতি পাবার পর পুরসভা, পূর্ত দফতর, পুলিশের কাছে সভার জন্য অনুমতি চাক রাজ্য বিজেপি। যাতে কোনও অজুহাতে রাজ্য সরকার সভার অনুমতি বাতিল করতে না পারেন।