ওয়েব ডেস্ক- ম্যাংগো ম্যান হাজি কলিমুল্লাহ এবার তাঁর নতুন আমের নাম দিলেন উত্তরপ্রদেশের-মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের নামে। এর আগে লখনউ-এর আম চাষী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামেও আম বাজারে ছেড়ছিলেন। পদ্মশ্রী এই চাষী জানান,দর্শেরি আমের হাইব্রিড করেই যোগি আম তৈরি করা হয়েছে। এর আগে তিনি সচিন তেন্দুলকার, অখিলেশ যাদব, ঐশ্বর্য রাই বচ্চ্নের নামেও আম বানিয়েছিলেন।
