ওয়েব ডেস্কঃ
নিজেকে জাস্টিন বিবারের বড় ভক্ত বললেন র্যাপার হানি সিং। বিশেষত বিবারের ‘হোয়ার আর ইউ নাও’ গানটি তাঁর বিশেষ পছন্দের।
হানি সিং জানান,“ এই গানটি আমার পছন্দের মূল কারন এই গানে রয়েছেন সেকরিলেক্স, ডিপলো এবং জাস্টিন নিজে। অসাধারন গানের কথা এবং সুর যা আমায় মোহিত করে দেয়”। বুধবার মুম্বইএর স্টেজ মাতাবেন বিবার। সেই নিয়ে যথেষ্ট উৎসাহিত হানি সিং।
ব্লু হ্যায় পানি পানি, লুঙ্গী ডান্সের মতো একাধিক গান উপহার দিয়ে নতুন প্রজন্মকে নিজের সঙ্গে ইতিমধ্যেই বেঁধে ফেলেছেন হানি।