নিজস্ব সংবাদদাতা
কাঠুয়া গণধর্ষন ও উন্নাও ধর্ষন নিয়ে অবশেষে নিস্তব্ধতা ভাঙলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শুক্রবার সোশাল মিডিয়ায় ট্যুইট করে মোদি বলেন গত ২ দিন ধরে দেশজুড়ে যে বিষয়ে আলোচনা হচ্ছে তা মানুষ হিসেবে লজ্জাজনক। এই ঘটনা গোটা দেশের লজ্জার। মোদি বলেন দোষীদের শাস্তি হবেই। আমাদের মেয়েরা ন্যায় পাবেই। তিনি আরও বলেন ধর্ষনের ক্ষেত্রে মেয়েদের নয় ছেলেদের প্রশ্নের মুখে পড়া উচিত। দেশের সমাজ ব্যবস্থা ও পারিবারিক ব্যবস্থার ভিত মজবুত হলে তবেই দেশের উন্নয়ন হবে। এর পাশাপাশি কাঠুয়া গণধর্ষনকে রাজনৈতিক রঙ দিতে চাইছে বলে সমালোচনা করেন মোদি ।
