চ্যানেল হিন্দুস্তান ব্যুরো
মুকুল-মস্তিষ্ক কে আবার সরাসরি দলের কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা-মুকুল ঘনিষ্ঠ সূত্রে আপাতত এমনটাই খবর।
মমতা বন্দ্যোপাধ্যায় কী দায়িত্ব দিতে চাইছেন মুকুল রায়কে?
সূত্রের খবর, দলের রাজ্য সভাপতির দায়িত্ব দিয়ে দলের একদা দু’নম্বর ব্যক্তিত্বকে আবার সক্রিয় করার কথা ভেবেছেন মমতা। এই মর্মে মুকুলের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে বলেও খবর।
তৃণমূলের সভাপতি হলে, মুকুল তাঁর বিধায়ক পদ ছেড়ে দেবেন বলেই ধারণা সংশ্লিষ্ট মহলের। রাজ্যের সাংগঠনিক দায়িত্ব দেওয়ার পাশাপাশি পরবর্তীতে মুকুল রায়কে তাঁর পুরনো ‘কমফোর্ট জোন’ রাজ্যসভাতেও দেখা যাবে বলে অভিমত তথ্যাভিজ্ঞ মহলের। খোদ দলনেত্রীর এমনটাই অভিপ্রায় বলে মনে করছে মমতার ঘনিষ্ঠ বৃত্ত।