চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
করোনা আবহের মধ্যে আজ ১৩৯ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবারে মোট পরীক্ষা দিয়েছেন ১০ লক্ষ ৩ হাজার ৬৬৬ জন ছাত্রছাত্রী। সফল হয়েছেন ৮ লক্ষ ৪৩ হাজার ৩০৫ জন। মোট পাশের হার ৮৬.৩৪%। ছাত্রের পাশের হার ৮৯.৮৭% এবং ছাত্রীর পাশের হার ৮৩.৪৮%।
সর্বোচ্চ ৬৯৪ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন পূর্ব বর্ধমানের অরিত্র পাল। ৬৯৩ পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছেন বাঁকুড়ার সায়ন্তন গড়াই ও পূর্ব বর্ধমানের অভীক দাস। ৬৯০ পেয়ে তৃতীয় স্থান অধিকারী তিন জন। পূর্ব মেদিনীপুরের ভবানীচক হাইস্কুলের দেবস্মিতা মহাপাত্র, বাঁকুড়ার সৌম্য পাঠক ও উত্তর ২৪ পরগণার অরিত্র মাইতি।
প্রথম ১০ স্থানাধিকারীর মধ্যে রয়েছেন ৮৪ জন। প্রথম দশের মধ্যে নেই কলকাতার কোনও স্কুল। পাশের হার সবথেকে বেশি পূর্ব মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৫.৫৯%। পাশের হারে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর ও কলকাতা। কলকাতায় পাশের হার ৯১.০৭%। করোনা পরিস্থিতির কারণে এখনই উত্তীর্নদের মার্কশিট তুলে দেওয়া হবে না। এক সপ্তাহ পর ২২ জুলাই ৪৯টি ক্যাম্প অফিস থেকে মার্কশিট দেওয়া হবে স্কুল গুলিকে।