চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
অসমে বন্যা পরিস্থিতি ভয়াবহ। রাজ্যের কয়েকটি জায়গায় ব্রহ্মপুত্রের নদের জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে। এমনই পরিস্থিতি হয়েছে যে ব্রহ্মপুত্র নদের স্তম্ভের ওপরে থাকা বিষ্ণু মূর্তির মুখ অবধি জল পৌঁছে গিয়েছে।
গুহায়াটিতে ব্রহ্মপুত্র নদের জল বিপদ সীমার থেকেও ১ মিটার উঁচুতে বইছে। এরফলে গুহায়াটির চক্রেশ্বর মন্দিরের কাছে ব্রহ্মপুত্রের ওপর খাড়াভাবে উঁচু স্তম্ভের শেষনাগের ওপর বসানো ভগবান বিষ্ণুর মূর্তি সমান জল পৌঁছেছে। জল স্তর আর কিছুটা বাড়লে পুরো বিষ্ণু মূর্তিটাই ডুবে যাবে।
বুধবার ব্রহ্মপুত্র নদের জল স্তর বিপদ সীমার ওপর বেড়ে ৪৯.৬৮ মিটার থেকে ৫০.৬৯ মিটারে পৌঁছেছে। অসমের উজান বাজার, ভরালামুখ সংলগ্ন সমস্ত এলাকা জলমগ্ন হয়েছে। জল আরও বাড়লে গুহায়াটি শহর বিপদের মুখে পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয় প্রশাসন। কেন্দ্রীয় জল কমিশনের আধিকারিক সাদিকুল হক বলেন, “জল ব্রহ্মপুত্রের দু’পাশের বাঁধ টপকে যাচ্ছে। আরও কিছুটা বাড়লে জল গুহায়াটি শহরে ঢুকে পড়বে।”