নিজস্ব সংবাদদাতা
অমানবিকতার সমস্ত সীমা ছাড়িয়ে দুর্ঘটনায় পা হারানো এক স্কুল বাস কন্ডাক্টরকে তাঁরই কাটা পায়ের ওপর শুইয়ে রাখল ঝাঁসীর মেডিকেল কলেজ হাসপাতাল। জানা গিয়েছে, শনিবার ঝাঁসীর মউরানিপুর থেকে বাচ্চা নিয়ে স্কুলে আসার সময় বামোরির কাছে একদল গরু বাসঘর সামনে চলে আসে। গরুগুলিকে বাঁচাতে গিয়ে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। বাসটি উল্টে যায় এবং দুর্ঘটনায় বাঁ পা কাটা পড়ে ২৮ বছরের কন্ডাক্টর ঘনশ্যামের। এরপরই তাঁকে ঝাঁসী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে স্ট্রেচারে শুইয়ে ঘনশ্যামের মাথার নীচে বালিশের বদলে গুঁজে দেওয়া হয় তাঁরই কাটা পড়া পা-টি। এই ভিডিওটি ভাইরাল হলে নড়েচড়ে বসে উত্তর প্রদেশ সরকার। বিকেলে মেডিকেল কলেজের এমার্জেন্সি মেডিকেল অফিসার, সিনিয়র রেসিডেন্ট ও দুই কর্তব্যরত নার্সকে অপসারণের নির্দেশ দেয় রাজ্যের স্বাস্থ্য শিক্ষা মন্ত্রী আশুতোষ ট্যান্ডন। হাসপাতাল কর্তৃপক্ষ অন কল ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। এদিকে কাটা পড়া পা-টির টিস্যু মরে যাওয়ায় সেটিকে আর জোড়া লাগানো যায়নি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan