নিজস্ব সংবাদদাতা
ভারতে রয়েছে বহু ভাষা ও ধর্মের মানুষ । সকলের খাদ্যাভ্যাসও একে অপরের থেকে ভিন্ন। সেক্ষেত্রে অনেকে নিরামিষাশী হলেও বহু মানুষই আমিষ খাবার খেতে পছন্দ করেন। তবে সম্প্রতি একটি নতুন রিপোর্ট সামনে এসেছে, যেখানে পরিবেশবিদরা সুপারিশ করেছেন, মাংস উত্পাুদনের পুরো খরচই ক্রেতাদের ঘাড়ে ঠেলার জন্য। ঠিক যেভাবে ধূমপায়ীদের এখন অতিরিক্ত কর দিয়ে সিগারেট অথবা বিড়ি কিনতে হয়, সেভাবেই আগামিদিনে মাংস কিনতে গেলে করের ফলে ধার্য অতিরিক্ত দাম চোকাতে হবে ক্রেতাদের। কারণ অতিরিক্ত মাংস খাওয়া ও ধূমপান দুটোই নাকি পরিবেশে ডেকে আনছে বিরাট বিপদ। স্বাস্থ্যের ক্ষেত্রেও অতিরিক্ত মাংস ও ধূমপান বিপদের কারণ হয়ে দাড়াচ্ছে। মাংসের মাত্রাতিরিক্ত উত্পা্দনের ফলে গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ বেড়ে যাচ্ছে অনেকটাই। যা পরিবেশের ভারসাম্য বিঘ্নিত করছে। সারা পৃথিবীতে ১৮০টি দেশে তামাকজাতীয় দ্রব্যের উপরে বসানো আছে কর। ৬০টি দেশে কার্বন কর রয়েছে। ২৫টি দেশে রয়েছে চিনির উপরে কর। নতুন ‘মাংস কর’ শুরু হলে তা থেকে আসা টাকা স্বাস্থ্যক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে বলেও প্রাথমিক ভাবনা রয়েছে অনেকের। সারা বিশ্বের মোট মাংস উত্পাকদনের ৪০-৪৫ শতাংশ এশিয়াতে হয়। ভারত তার মধ্যে অন্যতম। এখন দেখার বিষয় হল,এই সুপারিশে সরকার কর্ণপাত করলে পরিস্থিতি ঠিক কি দাঁড়াবে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan